ঈশ্বরদীতে আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ আলী জিরুর পথশিশুদের সাথে একই কাতারে বসে ইফতার
স্টাফ রিপোর্টার// ১লা মে রবিবার আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ আলী জিরু ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে প্রতিশ্রুতি সেবা উন্নয়ন মূলক সংস্থা ও প্রতিশ্রুতি পথের পাঠশালার অসহায় পথশিশুদের সাথে একই কাতারে বসে ইফতার করেন। যদিও আগের দিন শনিবার এসব শিশুদের মাঝেই তিনি ঈদ উপহার বিতরণ করেছিলেন ।
পথশিশুদের সাথে ইফতার করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। তবে একটি কথা বলেছেন- ‘এসব শিশুরা দেশের ভবিষ্যত, এদেরকে প্রস্তুত করা আমার আপনার সকলেরই দায়িত্ব।
এসময় প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সিনিয়র সাংবাদিক এম এ কাদের, স্ব-কাল বাংলার সম্পাদক ও প্রকাশক মিশুক প্রধান, সাংবাদিক আশরাফুল ইসলাম সবুজ, এসএম শিশির মাহমুদ, ছাত্রলীগ নেতা প্রকৌশলী ইফতেখাইরুল ইমনসহ প্রতিশ্রুতি পথের পাঠশালার সংগঠক ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান তদারকি করেন প্রতিশ্রুতি পথের পাঠশালার উদ্যোক্তা আসাদুজ্জামান রাকিব।