সাংবাদিক ও বীরমুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে ঈশ্বরদী প্রেসক্লাবের মানববন্ধন ও পথসভা

স্টাফ রিপোর্টার// ঈশ্বরদী প্রেসক্লাবের  সদস্য ও সাপ্তাহিক চেতনায় ঈশ্বরদীর ভারপ্রাপ্ত সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে  প্রেসক্লাবের  উদ্যোগে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) ঈশ্বরদী প্রেসক্লাবের  সামনের সড়কে এই মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, উদিচী শিল্পি গোষ্ঠি বাংলাদেশ শিক্ষক সমিতি ও ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থা একাত্বতা প্রকাশ করে।
সভাপতিত্ব করেন ঈশ্বরদী প্রেসক্লাবের  সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু। সঞ্চালনা করেন প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন।
বক্তব্য রাখেন  ঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল, সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল খালেক, শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী,  বীরমুক্তিযোদ্ধা আ ত ম শহিদুজ্জামান নাসিম, সিপিবি’র পাবনা জেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, উদিচীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই চৌধুরী মঞ্জু, রফিকুল ইসলাম, আইয়ুব আলী,  প্রেসক্লাবের  সহ-সভাপতি কে এম আবুল বাসার, সহ-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রবি, প্রেসক্লাবের  সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাসেম, সহ- সাধারণ সম্পাদক শেখ মহসীন, সাহিত্য- সাংস্কৃতিক সম্পাদক আতাউর রহমান বাবলু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আব্দুর রহমান মিলন, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রতন, ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ খালেদ মাহমুদ সুজন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, দাশুড়িয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্য শহিদুল ইসলাম, দুর্নিতী প্রতিেিরাধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক শহিদুল হক শাহীন, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের, প্রেসক্লাবের  কোষাধ্যক্ষ মিশুক প্রধান, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম রিংকু,  প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আলমাস আলী, সমাজ কল্যাণ সম্পাদক আহসান হাবীব, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, ঈশ্বরদী টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বায়োজিত বোস্তামী পলাশ, মোহনা টিভির প্রতিনিধি হুজ্জাতুল্লা হিরা,  ঈশ্বরদী সাংবাদিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, সহ-সভাপতি দেওয়ান সবুজ, সহ-সাধারণ সম্পাদক তুহিন হোসেন, প্রচার সম্পাদক শেখ ইয়াসিন আলী, সমাজ কল্যাণ সম্পাদক এস এম শিশির, নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, দৈনিক সত্যের সকালের প্রতিনিধি উজ্জ্বল হোসেন প্রধান, দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি খায়রুল বাসার মিঠু, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি রাসেল আলী, দৈনিক বাংলাদেশ সমাচারের পাবনা প্রতিনিধি মুশফিকুর রহমান মিশন, আজকের বসুন্ধরার জেলা প্রতিনিধি হাফিজুর রহমান হাফিজ, সমকোণের নির্বাহী সম্পাদক রোহান খান, মুক্তিযোদ্ধা সন্তান ঈশ্বরদী পৌর কমান্ডের সদস্য সজিব প্রমানিক, প্রিন্স প্রমূখ।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial