বাবা হারালেন রবিউল কামাল বাপ্পী

স্টাফ রিপোর্টারঃ বাবা হারালেন ইউনিকম মাল্টি সিস্টেমের স্বত্তাধিকারী রবিউল কামাল বাপ্পী। তাঁর পিতা সর্বজন প্রিয় রেজাউল করিম (৮৮) রবিবার ২৭ জুলাই সকাল সাড়ে ১০টায় বার্ধক্যজনিত কারণে অরণ কোলাস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। একই দিন বাদ মাগরিব মরহুমের জানাযা নামাজ অরণকোলা নূরানী হাফিজিয়া মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হয় এবং বাদ এশা ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।
মৃত্যুকালে তিনি ১ ছেলে, ৪ মেয়ে, নাতি নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনার্থে তাঁর সন্তানগণ সকলের কাছে দোয়া কামনা করেছেন।
স্বকাল বাংলা’র পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial