‘‘গুণগতমান সম্পন্ন বীজআখ এর ব্যবহার’’ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার // ১৪ জুন বুধবার দুপুরে পুরাতন ঈশ্বরদী গ্রামে নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় ‘‘গুণগতমান সম্পন্ন বীজআখ এর ব্যবহার’’ শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে ও ‘কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্ন বীজ উৎপাদন ও বিস্তার’ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত এই মাঠ দিবসে প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মো. ওমর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গেস্ট অফ অনার হিসেবে ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৮ শাখার উপসচিব সুষমা সলতানা। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বিএসআরআইয়ের পরিচালক (গবেষণা) ড. কুয়াশা মাহমুদ, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্লা, বিএসআরআই এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, সরেজমিন গবেষণার বিভাগীয় প্রধান ও আখের সাথে সাথীফসল হিসেবে ডাল, মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্পের পরিচালক ড. মোঃ আবু তাহের সোহেল বিএসআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ ও প্রযুক্তি) হাসিবুর রহমান।
৬৩জন কৃষককে নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিএসআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ‘কৃষক পর্যায়ে আখের রোগমুক্ত পরিচ্ছন্নবীজ উৎপাদন ও বিস্তার প্রকল্পের পরিচালক ড. মো. শামসুর রহমান। অনুষ্ঠান উপস্থাপনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা আলী নেওয়াজ।