প্রকাশিত মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদ

গত ১০ জুন মঙ্গলবার দৈনিক আমার দেশ পত্রিকায় “ঈশ্বরদীতে জুয়া খেলা নিয়ে মারামারি, একজন ছুরিকাহত” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। একটি কুচক্রীমহল আমাদের সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য সাংবাদিকদের বিভ্রান্তিকর ও ভুল তথ্য সরবরাহ করেছে।
মঙ্গলবার বিকেলে পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ঈশ্বরদী উপজেলা শাখার আলহাজ্ব মোড়স্থ কার্যালয়ে তৌহিদুল ও লিটনের মধ্যে বাকবিতন্ডা হলেও তা স্বাভাবিক, যেকোন ট্রেড ইউনিয়নেই এমন ঘটনা হরহামেশা ঘটে থাকে। সংবাদে জুয়া খেলার কথা বলা হচ্ছে। আমাদের অফিসে কোনো জুয়া খেলা হয়না। যদি কেউ বা কারা তাস খেলেও থাকে তাহলে এটিও বলবো যে, তাস খেলা মানেই জুয়া খেলা নয়। আমাদের ট্রেডের সদস্যদের মধ্যে আভ্যন্তরীন কোনো মনোমালিন্যের ঘটনা ঘটলে আমরা সেটির সমাধান নিজেরাই করি। তৌহিদুল ও লিটনের মধ্যকার ভুল বোঝাবুঝির সমাধানও আমরা নিজেরাই করেছি। কিন্তু ছোট্ট এই বিষয়টাকে নিয়ে একটি কুচক্রিমহল ঘোলা করে আমাদের সংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করার চেষ্টা করেছে। সাংবাদিকদের ভুল ও অতি রঞ্জিত তথ্য সরবরাহ করেছে।
আমরা প্রকাশিত মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোঃ ভাষা প্রামানিক
যুগ্ম আহবায়ক
পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ওকভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন ঈশ্বরদী উপজেলা শাখা,
আলহাজ্ব মোড়, ঈশ্বরদী-পাবনা।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial