প্রবাসীর স্ত্রী-মেয়েকে জিম্মি করে চাঁদা দাবি, ছাত্রদল নেতা গ্রেফতার

বাংলা ডেস্ক: বগুড়ার ধুনট উপজেলায় প্রবাসীর স্ত্রী ও মেয়েকে জিম্মি করে ৫০ হাজার টাকা চাঁদা চেয়ে না পেয়ে বাড়ির আসবাব ভাঙচুরের মামলায় আল আমিন সরকার (২৭) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় সেনাবাহিনী অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত আল আমিন উপজেলার উত্তর নান্দিয়ারপাড়া গ্রামের ছামাদ সরকারের ছেলে। তিনি ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী।

মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার নিমগাছির এক ব্যক্তি দুবাই থাকেন। তার স্ত্রী স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে সোনাহাটা বাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। গত ২৯ জানুয়ারি বেলা ১১টায় মেয়েটি স্কুল থেকে ভাড়া বাসায় ফেরে। এ সময় ওই বাসায় মেয়েটির মা উপস্থিত ছিলেন না। এ সুযোগে আল আমিন ও তার দুই সহযোগী প্রবাসীর বাসায় এক যুবককে প্রবেশ করিয়ে দরজায় তালা লাগিয়ে দেন। ওই যুবকসহ মেয়েটিকে বাসায় জিম্মি করে তারা প্রবাসীর স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন।

কিন্তু চাঁদার টাকা না পেয়ে তারা মা ও মেয়েকে মারধর করেন। সেইসঙ্গে বাসার আসবাব ভাঙচুর করে ঘটনাস্থল থেকে চলে যান। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ওই দিন আল আমিনসহ তিন জনের বিরুদ্ধে থানা ও সেনাক্যাম্পে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী। পরে আল আমিনকে ধুনট থানায় সোপর্দ করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘প্রবাসীর স্ত্রীর করা চাঁদাবাজির মামলায় আল আমিনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial