ঢাকা থেকে ভোলায় ‘ময়ূরাক্ষী’

বাংলা ডেস্ক// ঈদের দিন থেকে ঢাকার মাল্টিপ্লেক্সে আটকে ছিল ‘ময়ূরাক্ষী’। এবার যেন মুক্তির পালা। শুক্রবার (৫ জুলাই) থেকে ঢাকার বাইরের দর্শকরাও দেখতে পাবে ছবিটি।

রাশিদ পলাশ নির্মিত ও ইয়ামিন হক ববি অভিনীত ছবিটি এ সপ্তাহে দেখা যাবে দীপ জেলা ভোলার রূপসী সিনেমা হলে। এমনটিই জানিয়েছেন নির্মাতা। তিনি আরও জানান, পরের সপ্তাহ থেকে দেশের বিভিন্ন অঞ্চলের প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘ময়ূরাক্ষী’।

১৭ জুন (ঈদের দিন) মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটি টানা দুই সপ্তাহ রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমা হলে প্রদর্শিত হয়েছে।

নায়িকা সিমলার জীবনের সত্য ঘটনা অবলম্বনে ‘ময়ূরাক্ষী’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দ্বীপ, সাদিয়া মাহি, সুমিত সেনগুপ্ত, ফারজানা ছবি, সমু চৌধুরী, দীপক সুমন, প্রণব ঘোষ, সাবিনা পুঁথি, ফারুক, মুহিন খানসহ অনেকেই।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। গান গেয়েছেন মুহিন খান, পূর্ণতা, তরসা, জাহিদ নিরব ও শাকিলা সাকি।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial