‘আকাশের নক্ষত্রের সাথে যোগ দিতে চলে গেলো আরেকটি নক্ষত্র’

বাংলা ডেস্ক: কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। এই মৃত্যুকে তিনি মনে করেন, ‌আকাশের নক্ষত্রের সাথে যোগ দিতে চলে গেলো আরেকটি নক্ষত্র।

রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে গাজী মাজহারুল আনোয়ার। ভোরে নিজ ঘরের বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে গেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই কিংবদন্তিকে। এরপর সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গাজী মাজহারুল আনোয়ারের ছেলে সরফরাজ আনোয়ার উপল জানিয়েছেন, সোমবার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। সেখানে তিনি তার মায়ের কবরে শায়িত হবেন। এর আগে সকাল ১১টায় এই গীতিকবির মরদেহ শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে; এরপর নেওয়া হবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি)। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে।

গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। তার আগেই লিখে গেছেন ২০ হাজারের মতো গান।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial