বাংলাদেশী শিশুদের এমিরেটস উপহার দিল ১৮৭টি বিশেষ ‘এয়ারক্র্যাফটেড কীডস বাই এমিরেটস’ ব্যাগ

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রাপ্তির সুযোগ প্রদানে গৃহীত উদ্যোগগুলোকে সমর্থন জানিয়ে এমিরেটস এয়ারলাইন তিনটি অলাভজনক প্রতিষ্ঠানের শিশুদের জন্য ‘এয়ারক্র্যাফটেড কীডস বাই এমিরেটস’ সিরিয়ালের ১৮৭টি ব্যাগপ্যাক উপহার হিসেবে প্রদান করেছে। এমিরেটসের মিডিয়া উইং এক প্রেসবিজ্ঞপ্তিতে এই উপহার প্রদানের খবর জানিয়েছে।
বাংলাদেশে এমিরেটসের এয়ারপোর্ট সার্ভিস ম্যানেজার মনসুর আলসুওয়াইদি জানান , এসকল আকর্ষণীয় ব্যাগগুলো তৈরিতে আপসাইকেল যা এয়ারলাইনটির এয়ারবাস এ ৩৮০ এবং বোয়িং ৭৭৭ উড়োজাহাজ থেকে নেয়া উপকরণ ব্যবহৃত হয়েছে। উল্লেখ্য, বেশকিছু উড়োজাহাজকে এমিরেটস নতুন করে সজ্জিত করছে। এর অন্যতম লক্ষ্য হলো শিশুদের টেকসই বিষয়টির গুরুত্ব সম্পর্কে শিক্ষা প্রদান। শিশুদের স্টাইল, চাহিদা ইত্যাদি বিবেচনায় প্রতিটি ব্যাগের ডিজাইন করা হয়েছে। প্রতিটি ব্যাগ ইতিহাসের একটি অংশ বলে তিনি উল্লেখ করেন।
জানা গেছে, দেশের অন্যতম বৃহত্তম এনজিও ঢাকা আহছানিয়া মিশন পরিচালিত ঢাকাস্থ পরিত্যাক্ত শিশু ও দুস্থ মহিলা আবাসনকেন্দ্র- কানন, পঞ্চগড়ের আহছানিয়া মিশন শিশু নগরী এবং যশোরের ঠিকানার শিশুদের জন্য এই ব্যাগ প্যাকগুলো উপহার হিসেবে পাঠানো হয়েছে। শিশুদের জন্য আলাদাভাবে প্রতিটি শিশুর বয়স ও চাহিদা বিবেচনা করা হয়েছে।
ব্যাগগুলোর সাথে শিশুদের জন্য বিভিন্ন শিক্ষা উপকরণ যেমন- কলম, পেন্সিল, ইরেজার, ক্যালকুলেটর, নোটবুক, পানির বোতল, লাঞ্চবক্স, শিক্ষামূলক বই ইত্যাদিও প্রদান করা হয়।
ঢাকা আহছানিয়া মিশনে নির্বাহী পরিচালক মো. সাজিদুল কাইয়ুম দুলাল এই অনুদানের জন্য এমিরেটসকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এমিরেটসের এয়ারক্র্যাফটেড প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে পেরে আমাদের শিশুরা উচ্ছ্বসিত। অসাধারণ এই ব্যাগগুলো থেকে তারা প্রাত্যহিক জীবনে শুধু উপকৃতই হবে না, বরং এক উন্নততর ভবিষ্যত গড়তে অনুপ্রাণিত হবে”।
এমিরেটসের এয়ারক্র্যাফটেড প্রোগ্রামের অধীনে এয়ারলাইনটি রিফার্বিশিং প্রক্রিয়ার অন্তর্গত ১৯১টি উড়োজাহাজ থেকে ৫০ হাজার কেজির অধিক উপকরন সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান এবং ভারতের শিশুদের এসকল ব্যাগ উপহার হিসেবে পাঠানো হয়েছে। এশিয়ায় এমিরেটস মোট ৭০০টি এবং আফ্রিকায় গতমাসে ১,২২৯টি ব্যাগ উপহার হিসেবে প্রদান করেছে।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial