ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির কমিটি গঠনঃ শুভেচ্ছা ও ইফতার মাহফিলের আয়োজন করলেন জাকারিয়া পিন্টু

স্টাফ রিপোর্টারঃ ৯ মার্চ রবিবার সন্ধ্যায় ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। পরদিন নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। একই সাথে নেতৃবৃন্দদের সম্মানার্থে ইফতার মাহফিলেরও আয়োজন করেন তিনি। নবগঠিত কমিটির সভাপতি হলেন গোপাল সুপার মার্কেটের স্বত্বাধিকারী আশিকুর রহমান নান্নু, সহ-সভাপতি ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি।
এছাড়া কার্যনির্বাহী সদস্য মনোনীত হয়েছেন জাকের প্লাজার স্বত্তাধিকারী আসাদুজ্জামান আশা, আলহাজ্ব মোড় ব্যবসায়ী সমিতির সদস্য সচিব, রোটারিয়ান আবু সাঈদ লিটন, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, সাইফ হাসান সেলিম, রবিউল আওয়াল সজিব, মাসুদ পারভেজ কল্লোল, শাহ্ নেওয়াজ তারেক পল।
সহযোগী (বি) গ্রুপের সদস্য হয়েছেন সেলিম আহমেদ, ওহিদুজ্জামান মিন্টু, আকরাম রায়হান বাবু, রাজেশ কুমার সরাফ, জাকির হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান, পৌর বিএনপি নেতা বিষ্টু সরকার, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ফিরোজ, সুমার খাঁন, সাবেক যুগ্ন-আহবায়ক আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন নিফা, পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক রেজাউল হক মুকুল, রাশেদুল ইসলাম রিপন, আসাদুজ্জামান আসাদ, বিএনপি নেতা খোরশেদ আলম দিপু, বাবু, যুবদল নেতা শেখ রিংকু, জালাল হোসেন, মোক্তার প্রামানিক প্রমূখ।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial