১৭ বছরপূর্তিতে জেমস বন্ড ও নতুন মাল্টিপ্লেক্স উপহার

আসছে ৮ অক্টোবর পথচলার ১৭ বছর পেরিয়ে ১৮ বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স।

এ উপলক্ষে ৭ অক্টোবর সন্ধ্যায় মিরপুরে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখায় জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে থাকছে প্রতিষ্ঠানটির মিরপুর শাখার আনুষ্ঠানিক উদ্বোধন এবং জেমস বন্ড সিরিজের নতুন ছবি ‘নো টাইম টু ডাই’-এর প্রিমিয়ার শো। আরও থাকছে কেক কাটা ও রেড কার্পেট শো। সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ, করপোরেট ব্যক্তিত্ব, সাংবাদিক, চলচ্চিত্র ও বিভিন্ন অঙ্গনের তারকারা এ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ। ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা করে স্টার সিনেপ্লেক্স। নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে দেশের সিনেমাপ্রেমী দর্শকদের আকৃষ্ট করে প্রেক্ষাগৃহটি। নানামুখী সংকটের কারণে যখন দর্শক হলবিমুখ হয়ে পড়েছিলো তখন স্টার সিনেপ্লেক্সের যাত্রা নতুন আশার আলো সঞ্চার করে।

১৭ বছর পূর্তিতে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল। তিনি বলেন, ‘স্টার সিনেপ্লেক্স আজ এ পর্যায়ে এসেছে দর্শকদের ভালোবাসায়। পথচলার শুরু থেকে দর্শকদের প্রত্যাশা পূরণের চেষ্টা করে যাচ্ছি আমরা। নির্মাণ করেছি সিনেমাও। দিনে দিনে এর পরিধি আরও বাড়বে। শুধু বিদেশী ছবির ওপর নির্ভরতা নয়, আমরা চাই দেশে ভালো ভালো ছবি নির্মিত হোক। বাংলাদেশের সিনেমা দেখার জন্য সবসময় হলে ভিড় লেগে থাকুক।’মিরপুর স্টার সিনেপ্লেক্সের ভেতরের দৃশ্য বর্তমানে মোট পাঁচটি হল রয়েছে বসুন্ধরা সিটি শপিং মলে। এ ছাড়া ধানমন্ডির সীমান্ত স্কয়ার এবং মহাখালীর এসকেএস টাওয়ারে দু’টি শাখা রয়েছে। সম্প্রতি মিরপুরে চালু হয়েছে চতুর্থ শাখা। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স। বগুড়ার সাতমাথা মোড়ে পুলিশ প্লাজায় নির্মিত হতে যাচ্ছে নতুন শাখা। গত ৩ অক্টোবর রাজধানীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্স এবং পুলিশ কল্যাণ ট্রাস্টের মধ্যে এ বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। আগামীতে ঢাকার উত্তরাসহ ধারাবাহিকভাবে দেশব্যাপী অনেকগুলো হল নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানায় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial