শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলা: ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাসপ্রাপ্ত ঈশ্বরদী বিএনপির পাঁচ নেতা কারামুক্ত

স্টাফ রিপোর্টার: ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসপ্রাপ্ত পাঁচ বিএনপি নেতা কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তারা কারামুক্ত হন।
রাজশাহী কারাগার থেকে মুক্তি পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি একেএম আক্তারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কমিশনার শামসুল আলম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন। এছাড়া পাবনা কারাগার থেকে মুক্তি পান ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন।
এসময় জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ও সদ্য কারামুক্ত পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুসহ ঈশ্বরদী বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের ফুলের শুভেচ্ছা জানান।
পাঁচ বিএনপি নেতাকে ঈশ্বরদীর বিএনপির দলীয় নেতাকর্মীরা রাজশাহী ও পাবনা কারাগার হতে বরণ করে ঈশ্বরদী নিয়ে আসেন। প্রথমে দাশুড়িয়া এসে যাত্রা বিরতি করেন এবং পরে বিকাল ৪টায় আলহাজ¦ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয় মাঠ হতে বিশাল মিছিল বের করে ঈশ্বরদী বাজারে পুরাতন বাসস্টান্ডে গিয়ে নেতাদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনায় হাজারো নেতাকর্মী যোগদান করেন।
বিএনপি নেতারা জানান, এ মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ডাদেশসহ ৪৭ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। এদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জন ছাড়া বাকি সবাই প্রায় দুই মাস আগে জামিনে মুক্তি পান।
পরে ৫ ফেব্রুয়ারি বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ ৪৭ জনের খালাসের এ রায় ঘোষণা করেন। এরপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের খালাসের প্রক্রিয়া শুরু হয়।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial