কুরআন শেখার চ্যালেঞ্জ ২০২৫ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: চায়নার সুনামধন্য হিকভিশন কোম্পানীর সহযোগিতায় গত ৩০ মার্চ রবিবার ২৯ রমজান ঈশ্বরদীর ঐতিহ্যবাহী মধ্য অরনকোলা আল-আকসা জামে মসজিদে বিকাল ৪টায় কুরআন শেখার চ্যালেঞ্জ ২০২৫ প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আর্কিওলজিস্ট এ্যান্ড আর্কিওবোটানিস্ট (প্রত্নতত্ত্ব বিভাগের) সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম শামীম, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও মধ্য অরনকোলা আল-আকসা জামে মসজিদের সহ-সভাপতি রোটারিয়ান আবু সাঈদ লিটন, বাংলাদেশ সুগারক্রপ রিসার্স ইনস্টিটিউটের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. শফিকুল ইসলাম, হিকভিশন ডিজিটাল টেকনোলজি কোং লিমিটেডের হেড অব চ্যানেল বিজনেস ইঞ্জি: জুবায়ের হোসাইন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার (সার্জারী) ডাঃ হাসানুজ্জামান, আলহাজ্ব টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয় মসজিদের পেশ ইমাম ও কুরআন শেখার চ্যালেঞ্জ- ২০২৫ প্রতিযোগিতার প্রশিক্ষক হাফেজ মাওলানা আমানুল্লাহ তুহিন, মধ্য অরনকোলা আল আকসা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মাসুদ রানা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী জিন্নাহ। সঞ্জালনা করেন মসজিদের কোষাধ্যক্ষ শিক্ষক তারেক হোসেন।
মধ্য অরনকোলা আল আকসা জামে মসজিদের ব্যবস্থাপনায় গত ২৫-২৬ রমজান দুপুরে উক্ত মসজিদে ৮২ জন ছাত্রছাত্রীর মাঝে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিনিয়র ও জুনিয়র দুটি গ্রুপে মোট ২০ জন ছাত্রছাত্রী বিজয়ী হন। বিজয়ী ছাত্রছাত্রী ছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয়া সকল ছাত্রছাত্রীকেই সান্তনা পুরস্কার প্রদান করা হয়।
প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে প্রথম হয়েছেন- তাবিয়া রাইদাহ সাফা, দ্বিতীয়- কাজী মোঃ মুরসালিন, তৃতীয়- জান্নাতুল মাওয়া, চতুর্থ- তাইফা নুসাইবা নাবা, পঞ্চম- সাইফ সাদমান সামি, ষষ্ঠ- জান্নাতুল ফেরদৌস, সপ্তম- তাসরিব তাহসিন রোহান, অষ্টম- সিদরাতুল মুনতাহা মেহুলী, নবম-তারিফুল ইসলাম তাফসীর, দশম- রাহাদ হোসেন।
জুনিয়র গ্রুপে প্রথম হয়েছে- তাওহীদ ইসলাম আলিফ, দ্বিতীয়- তাফসির হাসান তামিম, তৃতীয়- নুসাইবা তাসনিম, চতুর্থ- মুজাহিদ হোসেন, পঞ্চম- নিশাত তাসনিম, ষষ্ঠ- সাজ্জাদ হোসেন স্বপ্ন, সপ্তম- সাইফ মাহদী, অষ্টম- জান্নাতুল ফেরদৌস, নবম-লানিকা জাহান রুবাইদা, দশম- সাইম সাদমান জাদীদ।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন মধ্য অরণকোলা আল-আকসা জামে মসজিদের সভাপতি মুহাম্মাদ তানভীর আলম আতিয়ার। কুরআন শেখার চ্যালেন্জ প্রতিযোগিতায় সহযোগিতা করেন বেলাল, হাসিব, রুম্মান সহ কমিটির সদস্য বৃন্দ।
উল্লেখ্য, প্রতিযোগিরা পুরা রমজান মাসব্যাপি সিলেবাস ভিত্তিক পড়াশোনা করেন এবং ২৫ ও ২৬ রমজান প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।