মরহুম রজব আলী শাহ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: শুক্রবার সকালে ঈশ্বরদীর বাঘইলস্থ মেলার মাঠে মরহুম রজব আলী শাহ স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। গ্রীণক্রস ক্লাবের পক্ষ থেকে আয়োজিত এই
ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না। ক্রিকেট টুর্ণামেন্টের উদ্যোক্তা ও সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ প্রামানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী ইপিজেড পুলিশ ফাঁড়ির এস আই মুকুল হোসেন, মনিরুল ইসলাম সোহেল,আবুল বাশার রাঙা, সাজেদুল ইসলাম প্রামানিক ও মনিরুল ইসলাম লাভলু।

উদ্বোধনী খেলায় সাঁড়া গোপালপুরের সূর্য্য সংঘ ও দিয়ার বাঘইলের বিশ্বাস মটরস অংশ নেয়। ১৬ ওভারের এ খেলায় ৮৫ রানে সূর্য্য সংঘ অল আউট হয়। ৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বিশ্বাস মটরস ৪ উইকেট হারিয়ে লক্ষে
পৌঁছায়। ম্যান অবদি ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের শিকু। বিশ্বাস মটরস এর প্রেসার রনি ৪ উইকেট নেন। প্রচুর দর্শক রেললাইনের ধারে বসে ও দাঁড়িয়ে খেলা উপভোগ করেন।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial