উসকানি থামান, আলোচনায় বসুন: উ.কোরিয়াকে যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার মতো উসকানি বন্ধের আহ্বান জানিয়ে মার্কিন কূটনীতিক বলেছেন, পরমাণু ইস্যুতে পিয়ংইয়ংয়ের সঙ্গে বৈঠকে বসতে রাজি ওয়াশিংটন। রবিবার দ. কোরিয়ার সঙ্গে এক বৈঠকে উ. কোরীয় বিষয়ক শীর্ষ মার্কিন কর্মকর্তা সাং কিম এমন কথা বলেন।

সম্প্রতি পারমাণবিক বোমা বহনে সক্ষম সিরিজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এতে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে প্রতিবেশী দেশ জাপান, দক্ষিণ কোরিয়ার পাশাপাশি উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এমন পরিস্থিতি নিয়ে রবিবার দ. কোরিয়ার প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন উত্তর কোরীয়বিষয়ক মার্কিন কূটনীতিক সাং কিম। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা উত্তর কোরিয়াকে এই ধরনের উসকানি ও অন্যান্য অস্থিতিশীল কার্যকলাপ বন্ধ করতে  আহ্বান জানাচ্ছি’।

পরমাণু নিরস্ত্রীকরণে ২০১৮ এবং ২০১৯ আলোচনা হয় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। কিন্তু সব কটি আলোচনাই ভেস্তে গেছে গেছে। তবে বাইডেন প্রশাসন ক্ষমতায় এসে আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়ে আসছে দক্ষিণ কোরিয়াকে।

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial